সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেব বাড়ি ঘাট এলাকায় নিজের বাসভবনে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
জানানো হয়, দেওয়ান জয়নুল জাকেরীন দীর্ঘদিন ধরে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ওই আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর নুরুল ইসলাম নুরুল দেওয়ান জয়নুল জাকেরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু মনোনয়ন বঞ্চিত জাকেরীন তা মানেননি। সভায় তিনি বলেন, “আমি সুনামগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করেছি। জীবনশেষ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। তাই স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাই।”
এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক বিএনপি নেতা বলেন, দলের খারাপ সময় জাকেরীন মাঠে দেখা যায়নি, এখন দলের বাইরে গিয়ে নির্বাচন ঘোষণা করা দুঃখজনক।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, দলের বাইরে কেউ নির্বাচন করতে পারবে না এবং যদি কেউ করতে চায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





















