ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১২৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো:
- পঞ্চগড়-১: মো. সারজিস আলম
- ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
- দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
- নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
- রংপুর-১: মো. আল মামুন
- কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
- গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
- ঢাকা-১: মো. রাসেল আহমেদ
- চট্রগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী
- কক্সবাজার-১: মো. মাইমুল আহসাম খান
- রাঙ্গামাটি: প্রিয় চাকমা
- বান্দারবান: মংসা প্রু চৌধুরী
এ ছাড়া বাকি আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। এনসিপি জানায়, প্রার্থী মনোনয়নে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে রাষ্ট্র সংস্কারপন্থী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে।
মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর, যা ২০ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। এ সময়ে মোট ১,৪৮৪টি ফরম বিক্রি হয়। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে কিছু অসন্তোষও দেখা দিয়েছে।




















