কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে গুলি করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাইপাস সড়কের উত্তরণ আবাসন প্রকল্পের সামনে মোটরসাইকেলযোগে এসে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধরা হলেন—লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল জানিয়েছেন, দুজনই সংগঠনের সক্রিয় কর্মী। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সার ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে খুন হন। তখনকার প্রতিপক্ষ গ্রুপই এবার সাইফুলকে লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে তাঁর ধারণা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, গুলির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





















