ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা কোনো দল বা কারো বিরুদ্ধে নই, তবে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজ, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই উদার, সহনশীল ও মানুষের কল্যাণমূলক রাজনীতি। দেশকে সততার ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বুধবার দিনাজপুর ইন্সটিটিউট মাঠে আয়োজিত দিনাজপুর-৩ উন্নয়ন ফোরামের ছাত্র-যুব-নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শিবির সভাপতি আরও বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার স্বপ্নে যে দল ক্ষমতায় আসে, তারা বাকশাল প্রতিষ্ঠা করে বিরোধীদের দমন ও হত্যা করেছিল। ফলে ১৯৭৪ সালে দেশ দুর্ভিক্ষের শিকার হয়। তিনি যোগ করেন, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং বিভিন্ন ঘটনায় সেনা ও আলেম-ওলামাদের উপর হামলা চালিয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াত আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত প্রার্থী অ্যাড. মাঈনুল আলম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্য রাজনীতিক ও শিক্ষাবিদরা।

উপস্থিত বক্তারা দেশের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।


 

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৫:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা কোনো দল বা কারো বিরুদ্ধে নই, তবে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজ, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা চাই উদার, সহনশীল ও মানুষের কল্যাণমূলক রাজনীতি। দেশকে সততার ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বুধবার দিনাজপুর ইন্সটিটিউট মাঠে আয়োজিত দিনাজপুর-৩ উন্নয়ন ফোরামের ছাত্র-যুব-নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শিবির সভাপতি আরও বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার স্বপ্নে যে দল ক্ষমতায় আসে, তারা বাকশাল প্রতিষ্ঠা করে বিরোধীদের দমন ও হত্যা করেছিল। ফলে ১৯৭৪ সালে দেশ দুর্ভিক্ষের শিকার হয়। তিনি যোগ করেন, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং বিভিন্ন ঘটনায় সেনা ও আলেম-ওলামাদের উপর হামলা চালিয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াত আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত প্রার্থী অ্যাড. মাঈনুল আলম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্য রাজনীতিক ও শিক্ষাবিদরা।

উপস্থিত বক্তারা দেশের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।