নভেম্বরের শুরুতে এনসিপি জানিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না। ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও নিশ্চিত করেছিলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রার্থী থাকবে না। সিদ্ধান্তটি তখন নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল।
তবে বুধবার এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপল কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
দিনাজপুর-৩ আসনে ধানের শীষ নিয়ে ভোট দেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। এছাড়া বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, তিনি ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





















