ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর প্রজন্ম ‘নিকৃষ্টতম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি একাত্তর প্রজন্মকে ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম প্রজন্ম’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ—“একাত্তর প্রজন্ম মিথ্যুক; তাদের নেতা, কর্মী, সমর্থক—সবারই সবকিছু মিথ্যা।”

ভিডিওতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, পাকিস্তান সৃষ্টির ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তিনি নানা বিতর্কিত দাবি করেন। তাঁর বক্তব্যে উঠে আসে—“আমরা তো ১৯৪৭ সালের ১৪ আগস্টই স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র গঠনে ৬০ ভাগ যুদ্ধ করেছে বাংলাদেশিরা, আর বাকি ৪০ ভাগ করেছে পাঞ্জাবী-পাঠানরা।” তিনি আরও দাবি করেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, শেখ মুজিবুর রহমানসহ আলেম-ওলামারাও সেই আন্দোলনের অংশ ছিলেন।

এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে “ভারতীয় চক্রান্ত” এবং “আগরতলা মামলা ছিল সঠিক” বলেও মন্তব্য করেন। তাঁর দাবি—“এই দেশ, এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে।”

বক্তব্যের অন্য অংশে ভারতপন্থী ব্যক্তিদের ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে তিনি ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন ব্যক্তির বিচার দাবি করেন। বলেন—“কোনো ভারতবন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখা হবে না ইনশাআল্লাহ।”

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। তাঁর এমন বক্তব্যের সত্যতা, উদ্দেশ্য ও প্রভাব নিয়ে নেটিজেনদের মধ্যে দ্বিমত দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

একাত্তর প্রজন্ম ‘নিকৃষ্টতম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম

আপডেট সময় ১১:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি একাত্তর প্রজন্মকে ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম প্রজন্ম’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ—“একাত্তর প্রজন্ম মিথ্যুক; তাদের নেতা, কর্মী, সমর্থক—সবারই সবকিছু মিথ্যা।”

ভিডিওতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, পাকিস্তান সৃষ্টির ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তিনি নানা বিতর্কিত দাবি করেন। তাঁর বক্তব্যে উঠে আসে—“আমরা তো ১৯৪৭ সালের ১৪ আগস্টই স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র গঠনে ৬০ ভাগ যুদ্ধ করেছে বাংলাদেশিরা, আর বাকি ৪০ ভাগ করেছে পাঞ্জাবী-পাঠানরা।” তিনি আরও দাবি করেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, শেখ মুজিবুর রহমানসহ আলেম-ওলামারাও সেই আন্দোলনের অংশ ছিলেন।

এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে “ভারতীয় চক্রান্ত” এবং “আগরতলা মামলা ছিল সঠিক” বলেও মন্তব্য করেন। তাঁর দাবি—“এই দেশ, এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে।”

বক্তব্যের অন্য অংশে ভারতপন্থী ব্যক্তিদের ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে তিনি ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন ব্যক্তির বিচার দাবি করেন। বলেন—“কোনো ভারতবন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখা হবে না ইনশাআল্লাহ।”

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। তাঁর এমন বক্তব্যের সত্যতা, উদ্দেশ্য ও প্রভাব নিয়ে নেটিজেনদের মধ্যে দ্বিমত দেখা গেছে।