ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানো অপশক্তিকে রুখে দিতে হবে: বিএনপি মহাসচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি বলেন, দেশের সামনে যে নির্বাচন আসছে তা হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক—ফ্যাসিবাদের আমলে যে প্রহসনের নির্বাচন দেখা গেছে, এবার আর তা হবে না।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ তৈরি করবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে। তবে এ লড়াই হবে অত্যন্ত কঠিন—‘পেছনে টেনে নেওয়ার শক্তি’ বনাম ‘সামনে এগিয়ে যাওয়ার শক্তি’। এই যুদ্ধে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, নতুনভাবে গঠিত কিছু রাজনৈতিক দল ও জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছে—গণতন্ত্র, অর্থনীতি, নির্বাচনব্যবস্থা, প্রশাসন, যোগাযোগ—এসবই বিএনপির হাত ধরে এসেছে বলে দাবি করেন মহাসচিব।

দেশের সব দেশপ্রেমিক শক্তিকে এখন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হলে একটি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানো অপশক্তিকে রুখে দিতে হবে: বিএনপি মহাসচিব

আপডেট সময় ১২:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি বলেন, দেশের সামনে যে নির্বাচন আসছে তা হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক—ফ্যাসিবাদের আমলে যে প্রহসনের নির্বাচন দেখা গেছে, এবার আর তা হবে না।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ তৈরি করবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে। তবে এ লড়াই হবে অত্যন্ত কঠিন—‘পেছনে টেনে নেওয়ার শক্তি’ বনাম ‘সামনে এগিয়ে যাওয়ার শক্তি’। এই যুদ্ধে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, নতুনভাবে গঠিত কিছু রাজনৈতিক দল ও জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছে—গণতন্ত্র, অর্থনীতি, নির্বাচনব্যবস্থা, প্রশাসন, যোগাযোগ—এসবই বিএনপির হাত ধরে এসেছে বলে দাবি করেন মহাসচিব।

দেশের সব দেশপ্রেমিক শক্তিকে এখন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হলে একটি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করতে হবে।