ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ছাড়াল প্রবাসীর নিবন্ধন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশ থেকে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধনকারী প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট নিবন্ধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৩২১ জনে। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার ১০৮ জন পুরুষ এবং ২৩ হাজার ২১৩ জন নারী ভোটার।

ইসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ নির্বাচনি দায়িত্বে পাঁচ থেকে সাত দিন নিয়োজিত বাহিনীর সদস্যদের নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী সময়ে চালু থাকবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিদেশ থেকে ভোটের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে বিশ্বের যেকোনো স্থানে থাকা প্রাপ্তবয়স্ক বাংলাদেশিরা অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারেন।

সৌদি আরবসহ ৭ দেশে ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি
প্রবাসীদের অনুরোধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ঠিকানা সংশোধনের সময় বাড়িয়ে ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে। তবে অন্যান্য দেশ থেকে নিবন্ধিত ভোটারদের জন্য এই সুযোগ ৯ ডিসেম্বর সকাল ৯টার পর আর থাকবে না।

ঠিকানা সঠিকভাবে দেওয়ার তাগিদ
ইসি জানিয়েছে, প্রবাসীদের অবশ্যই তাদের অবস্থানরত দেশের প্রচলিত ঠিকানা-ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। সঠিক ঠিকানা ছাড়া ভোটারের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত ব্যক্তির ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসীদের জন্য নিবন্ধন সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালট পেতে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

জনপ্রিয় সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ছাড়াল প্রবাসীর নিবন্ধন

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশ থেকে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধনকারী প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট নিবন্ধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৩২১ জনে। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার ১০৮ জন পুরুষ এবং ২৩ হাজার ২১৩ জন নারী ভোটার।

ইসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ নির্বাচনি দায়িত্বে পাঁচ থেকে সাত দিন নিয়োজিত বাহিনীর সদস্যদের নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী সময়ে চালু থাকবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিদেশ থেকে ভোটের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে বিশ্বের যেকোনো স্থানে থাকা প্রাপ্তবয়স্ক বাংলাদেশিরা অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারেন।

সৌদি আরবসহ ৭ দেশে ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি
প্রবাসীদের অনুরোধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ঠিকানা সংশোধনের সময় বাড়িয়ে ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে। তবে অন্যান্য দেশ থেকে নিবন্ধিত ভোটারদের জন্য এই সুযোগ ৯ ডিসেম্বর সকাল ৯টার পর আর থাকবে না।

ঠিকানা সঠিকভাবে দেওয়ার তাগিদ
ইসি জানিয়েছে, প্রবাসীদের অবশ্যই তাদের অবস্থানরত দেশের প্রচলিত ঠিকানা-ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। সঠিক ঠিকানা ছাড়া ভোটারের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত ব্যক্তির ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসীদের জন্য নিবন্ধন সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালট পেতে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।