ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের নেতা তারেক রহমান যেদিন আসবেন, গোটা বাংলাদেশ কেঁপে উঠবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ তিনি প্রকাশ করেননি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন ফখরুল। কর্মশালায় ৭ ডিসেম্বর থেকে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।

নিজের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আজ যেহেতু বাংলাদেশের সব জায়গার নেতারা এখানে উপস্থিত, আমি আপনাদের জানাতে চাই—আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন পুরো বাংলাদেশ কেঁপে ওঠে—সেই প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সামনের দিকে এগোতে চায়, প্রগতির পথে দেশের অবস্থানকে নতুন মর্যাদার স্তরে নিতে চায়। দেশের উন্নয়ন ও পরিবর্তনে তারেক রহমানের ভাবনা বাস্তবায়নে দল এগিয়ে যাবে।

এ সময় ১৯৭১ নিয়ে সাম্প্রতিক বিতর্কের সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ আমাদের অস্তিত্ব। আজ পত্রিকায় দেখলাম—১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম! কোন সাহসে তারা এমন কথা বলে? কী ঔদ্ধত্য তাদের?”

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

আমাদের নেতা তারেক রহমান যেদিন আসবেন, গোটা বাংলাদেশ কেঁপে উঠবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ তিনি প্রকাশ করেননি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন ফখরুল। কর্মশালায় ৭ ডিসেম্বর থেকে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।

নিজের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আজ যেহেতু বাংলাদেশের সব জায়গার নেতারা এখানে উপস্থিত, আমি আপনাদের জানাতে চাই—আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন পুরো বাংলাদেশ কেঁপে ওঠে—সেই প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সামনের দিকে এগোতে চায়, প্রগতির পথে দেশের অবস্থানকে নতুন মর্যাদার স্তরে নিতে চায়। দেশের উন্নয়ন ও পরিবর্তনে তারেক রহমানের ভাবনা বাস্তবায়নে দল এগিয়ে যাবে।

এ সময় ১৯৭১ নিয়ে সাম্প্রতিক বিতর্কের সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ আমাদের অস্তিত্ব। আজ পত্রিকায় দেখলাম—১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম! কোন সাহসে তারা এমন কথা বলে? কী ঔদ্ধত্য তাদের?”