ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নুর লিখেছেন, আসিফ কোনো হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের নেতা নন। ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকেই তিনি গড়ে উঠেছেন—রাজপথে নুরের সংগ্রামের সারথি হিসেবে।
নুর জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা থেকেই উপদেষ্টা পরিষদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আসিফ। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন নুর।
দায়িত্বে থাকলে মানুষের অভিযোগ ওঠা স্বাভাবিক উল্লেখ করে নুর বলেন, বয়সের অনভিজ্ঞতা বা পরিপক্বতার অভাবে আসিফ হয়তো কিছু ভুল করেছেন। তবে সংগ্রামে তার অবদান সেসব ভুলকে তুচ্ছ করে দেয়।
আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানিয়ে নুর তার পোস্ট শেষ করেন।




















