কুমিল্লা-৪ (দেবিদ্দার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি স্বীকার করেন, গত ১৭ বছর স্থানীয় আওয়ামী লীগ এমপির সঙ্গে ‘তাল মিলিয়ে’ চলতে হয়েছে শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের রক্ষার জন্য।
বুধবার গোপালনগর ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, “আপনাদের রক্ষা করার জন্যই তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম। নইলে আপনাদের বহুজনের বিরুদ্ধে মামলা হতো, এলাকা ছাড়তে হতো।”
তিনি আরও বলেন, “১/১১-তে দেবিদ্বার থানা থেকে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে গেঞ্জি পরে ঘোরানো হয়েছিল। তারপরও থামিনি। কারণ আমি এই এলাকার মানুষকে ভালোবাসি।”
তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অনেকে তীব্র প্রতিক্রিয়া জানান। আফফান বিন আব্দুস সালাম লেখেন— “তাহলে এখনো তাল মিলাবে। রক্তের সঙ্গে গাদ্দারি করা যাবে না।”
গোলাম রাসুল মন্তব্য করেন— “বালু টাক কেন সরানো যায়নি, এখানেই প্রমাণ।”
মোহাম্মদ মামুন লেখেন— “সত্যি কথা চাপা থাকে না, সময়মতো বের হয়েই আসে।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি কুমিল্লা-৪ আসনের প্রার্থী হিসেবে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম চূড়ান্ত করে।




















