ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের প্রার্থী হওয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি কৃষ্ণ নন্দী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী অভিযোগ করেছেন, ভারতের ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু তার বিরুদ্ধে জীবননাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

কৃষ্ণ নন্দী, যিনি জামায়াতে ইসলামী সনাতন শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি, বলেন—
“শিপন বসু একজন ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ। আমার নম্বর সংগ্রহ করে এআই প্রযুক্তিতে ছবি বানিয়ে অপপ্রচার করছে। আমাকে হুমকি দিচ্ছে কেন আমি হিন্দু হয়েও জামায়াতে যোগ দিয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা বাড়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার ও মিথ্যাচারে নেমেছে। এআই প্রযুক্তিতে তৈরি কিছু ছবি—যেখানে তাকে অ্যালকোহলের বোতল হাতে ও নারীসহ দেখা যায়—সেগুলো ভাইরাল করে তার ব্যক্তিগত ইমেজ ক্ষুন্নের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন—
“আমাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এই দেশের নাগরিক। আমাকে প্রার্থী করার পর সারাদেশে হিন্দুদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, পূর্বঘোষিত প্রার্থী বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তারা একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন।
“আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই,” বলেন কৃষ্ণ।

তার ভাষ্য, তাকে মনোনয়ন দেওয়ার পরপরই যে অপপ্রচার শুরু হয়েছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।
“আমি ব্যাপক জনসমর্থন পাচ্ছি। নির্বাচিত হলে দাকোপ–বটিয়াঘাটা এলাকার উন্নয়নে সংসদে ভূমিকা রাখব।”

জনপ্রিয় সংবাদ

জামায়াতের প্রার্থী হওয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি কৃষ্ণ নন্দী

আপডেট সময় ০৫:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী অভিযোগ করেছেন, ভারতের ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু তার বিরুদ্ধে জীবননাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

কৃষ্ণ নন্দী, যিনি জামায়াতে ইসলামী সনাতন শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি, বলেন—
“শিপন বসু একজন ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ। আমার নম্বর সংগ্রহ করে এআই প্রযুক্তিতে ছবি বানিয়ে অপপ্রচার করছে। আমাকে হুমকি দিচ্ছে কেন আমি হিন্দু হয়েও জামায়াতে যোগ দিয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা বাড়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার ও মিথ্যাচারে নেমেছে। এআই প্রযুক্তিতে তৈরি কিছু ছবি—যেখানে তাকে অ্যালকোহলের বোতল হাতে ও নারীসহ দেখা যায়—সেগুলো ভাইরাল করে তার ব্যক্তিগত ইমেজ ক্ষুন্নের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন—
“আমাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এই দেশের নাগরিক। আমাকে প্রার্থী করার পর সারাদেশে হিন্দুদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, পূর্বঘোষিত প্রার্থী বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তারা একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন।
“আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই,” বলেন কৃষ্ণ।

তার ভাষ্য, তাকে মনোনয়ন দেওয়ার পরপরই যে অপপ্রচার শুরু হয়েছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।
“আমি ব্যাপক জনসমর্থন পাচ্ছি। নির্বাচিত হলে দাকোপ–বটিয়াঘাটা এলাকার উন্নয়নে সংসদে ভূমিকা রাখব।”