আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হয়।
সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট—উভয়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা-কালো রঙের, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে গতকাল বুধবার সিইসি ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট প্রস্তুত, রঙ নির্ধারণ, মক ভোটিংসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার ইসির পূর্বের সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল আপিল বিভাগ রায় দেয়। আদালতের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন আগের সীমানা পুনর্বহাল করে নতুন গেজেট জারি করেছে। ফলে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল থাকছে।
ইসির তথ্য অনুযায়ী, এবার দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ হওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।



















