ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভোটের তফসিল ঘোষণা করেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচার করা হয় এ ঘোষণা।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানিয়েছে, প্রার্থিতা দাখিল, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ এবং প্রচারণা সংক্রান্ত বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হয়েছে।



















