ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘিরে সব সন্দেহ ও অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে। এতে রাজনৈতিক প্রক্রিয়া আরও পরিষ্কার হবে।”

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

আপডেট সময় ০৭:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘিরে সব সন্দেহ ও অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে। এতে রাজনৈতিক প্রক্রিয়া আরও পরিষ্কার হবে।”

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।