Home রাজনীতি শেখ হাসিনার ছেলে হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর হাসপাতালে: কর্নেল অলি

শেখ হাসিনার ছেলে হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর হাসপাতালে: কর্নেল অলি

এবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মুক্তিযোদ্ধা বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। তবে একটি প্রশ্ন থেকেই যায়—তার ছেলে কোথায় জন্মগ্রহণ করেছেন?”

তিনি বলেন, “শেখ হাসিনার ছেলে পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে নেওয়া হয়েছিল পাকিস্তানি সামরিক বাহিনীর জিপে করে।”

তিনি আরও বলেন, “তারা পাকিস্তান থেকে মাসে ১৫০০ টাকা ভাতা পেয়েছেন। অথচ পাকিস্তানিদের গালি তারাই গালি দেয়। তারা কেন গালি দিবে? আমরা পাকিস্তানিদের গালি দিতে পারি। আমরা মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের কাছ থেকে কোনো অর্থ নিইনি, তাদের দালালিও করিনি। কিন্তু আওয়ামী লীগ আমাদের পাশে ছিল না।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version