Home জাতীয় সংবাদ ঈদ উপলক্ষে ১০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ঈদ উপলক্ষে ১০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

এবার মুন্সীগঞ্জে ঈদের দিন দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। আজ সোমবার (৩১ মার্চ) ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়।

কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা। এছাড়া প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির। 

এদিকে ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। 

ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি। 

এদিকে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version