Home রাজনীতি দ্রুত নির্বাচন এখন গণমানুষের দাবি: টুকু

দ্রুত নির্বাচন এখন গণমানুষের দাবি: টুকু

এবার বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি মানুষ তাদের পছন্দের সরকারকে চেয়ারে বসাতে পারবে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দ্রুত নির্বাচন এখন গণমানুষের দাবি।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য তাকিয়ে আছে, তাই সরকারের উচিত নির্বাচন দেওয়া। নির্বাচন হলে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে। 

সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইমন, মীর নাঈম।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version