Home আন্তর্জাতিক সৌদি আরবের শেয়ারবাজারে ধস: ২০২০ সালের পর সবচেয়ে বড় দরপতন

সৌদি আরবের শেয়ারবাজারে ধস: ২০২০ সালের পর সবচেয়ে বড় দরপতন

এবার সৌদি আরবের শেয়ারবাজার স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মধ্য দিয়ে। বাজার মূলধন থেকে ১৩৩ বিলিয়ন ডলার (প্রায় ১৪ লাখ কোটি টাকা) লোকসান হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমার প্রভাবে এ ধস নেমেছে।

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ বিজনেস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১ হাজার ২শ’ পয়েন্টের নিচে নেমে গেছে। ২০২০ সালের মে মাসের পর এটি সবচেয়ে বড় দৈনিক পতন।

মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের বিক্রির চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ট্রাম্প গত ৫ এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রফতানিতে ১০% শুল্ক আরোপ করেছেন, যা তিনি ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ ও অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করায় তেলের দাম চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা সৌদিসহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রভাবিত করেছে।

সৌদি আরামকো এ ধসের সবচেয়ে বড় শিকার হয়েছে, যেটির শেয়ার ৬.২% কমে ৯০ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক ও সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারও ৫ থেকে ৬% কমেছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটেই ট্রেডিং ভলিউম ২.২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি ও এসটিসি-এর শেয়ার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version