Home জাতীয় সংবাদ বিএসএমএমইউর নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

বিএসএমএমইউর নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১৩ এপ্রিল, ২০২৫ তারিখে প্রকাশিত অধ্যাদেশ নম্বর ১২, ২০২৫-এর মাধ্যমে ১৯৯৮ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন’ সংশোধন করা হয়েছে।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় আইনের ১ নম্বর ধারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ বসানো হয়েছে। ফলে নতুন অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version