Home রাজনীতি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কি না তা বিবেচনায় থাকবে— এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরণের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের একটি নিরপেক্ষে প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধি দলের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্তিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আমাদের তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলেছি।

এ সময় দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version