Home খেলাধুলা এবার বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ঘোষণা পিসিবি’র

এবার বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ঘোষণা পিসিবি’র

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত। তাই এক প্রকার বাধ্য হয়েই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয় পিসিবি। তাই এবার ভারতের অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে দল পাঠাবে না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিনি বলেন, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না পাকিস্তান নারী দল। নকভি জানান, বছরের শুরুতে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।

মূলত, চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেলে আয়োজন করার আগে ভারতের সঙ্গে একটি চুক্তি হয় পাকিস্তানের। যেখানে ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের আয়োজিত টুর্নামেন্টগুলো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। যেখানে একটি নিরপেক্ষ ভেন্যু থাকবে। 

চুক্তির কথা মনে করিয়ে দিয়ে নকভি বলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যেকোনো ভেন্যু ঠিক করা হলে আমরা সেখানে খেলব। ভারত ও আইসিসি এই নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে তা ঠিক করবে।

ভারতে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ হবে। স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী ভারতে খেলতে যাবে না পাকিস্তান নারী দল। একইভাবে পরের বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ভারতে খেলতে যাবে না পাকিস্তান।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের বাছাইয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। আর রানার্স আপ হিসেবে টিকিট পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ভারত ছাড়াও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version