ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, নেদারল্যান্ডসের মসজিদের ইমাম বরখাস্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করার জেরে নেদারল্যান্ডসের এক মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। ইমাম ইউসেফ মিসিবিহ সম্প্রতি হারজগের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ আলোচনায় অংশ নিয়ে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়ায় তাকে বরখাস্ত করা হয়। তিনি নেদারল্যান্ডসের আলকামার শহরের বিলাল মসজিদে ইমামতি করতেন।

মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে জানায়, ইউসেফ মিসিবিহর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড মসজিদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, “এ মুহূর্ত থেকে তার সঙ্গে বিলাল মসজিদের কোনো সম্পর্ক নেই।”

এর আগে সোমবার (৭ জুলাই) ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন ইমাম একত্র হয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠক করেন। এই দলটির নেতৃত্ব দেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগোমি, যিনি আগে থেকেই ইসরায়েলি গ্রুপগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। ২০১৯ সালে তিনি ইসরায়েলি স্যাটেলারদের আমন্ত্রণে পশ্চিমতীর সফরও করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মাসুদ অরুনকে ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াতের দলীয় প্রার্থী তাজউদ্দিন খান

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, নেদারল্যান্ডসের মসজিদের ইমাম বরখাস্ত

আপডেট সময় ১১:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করার জেরে নেদারল্যান্ডসের এক মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। ইমাম ইউসেফ মিসিবিহ সম্প্রতি হারজগের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ আলোচনায় অংশ নিয়ে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়ায় তাকে বরখাস্ত করা হয়। তিনি নেদারল্যান্ডসের আলকামার শহরের বিলাল মসজিদে ইমামতি করতেন।

মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে জানায়, ইউসেফ মিসিবিহর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড মসজিদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, “এ মুহূর্ত থেকে তার সঙ্গে বিলাল মসজিদের কোনো সম্পর্ক নেই।”

এর আগে সোমবার (৭ জুলাই) ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন ইমাম একত্র হয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠক করেন। এই দলটির নেতৃত্ব দেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগোমি, যিনি আগে থেকেই ইসরায়েলি গ্রুপগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। ২০১৯ সালে তিনি ইসরায়েলি স্যাটেলারদের আমন্ত্রণে পশ্চিমতীর সফরও করেছিলেন।