ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। হাসিনা চ্যাপ্টার ক্লোজড।”
বুধবার (৯ জুলাই) রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তির পদযাত্রা ও পথসভায় তিনি এই মন্তব্য করেন। সভাটি ছিল ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি’র শক্ত অবস্থানের একটি বহিঃপ্রকাশ।
পথসভায় বক্তৃতাকালে হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে “টেরোরিস্ট” বা সন্ত্রাসী বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তার ভাষায়, “মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ভারতের মাটিতে বসে হাসিনা আমাদের জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে। আ.লীগের প্রেতাত্মারা ভারত ও লন্ডন থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো প্রত্যাবর্তন হবে না।”
হাসনাত ছাত্রলীগকেও “সন্ত্রাসী সংগঠন” হিসেবে উল্লেখ করে বলেন, “হাসিনা ও ছাত্রলীগ—উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক পথকে বিপথে নেয়ার জন্য দায়ী।”