ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: অভিযোগ জামায়াত সেক্রেটারির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে আগাম নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, অংশগ্রহণমূলক (ইনক্লুসিভ) নির্বাচনের নামে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রকল্প বাস্তবায়নে পরাশক্তি ও আঞ্চলিক প্রভাবশালী শক্তি সক্রিয় ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবার সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেঁয়ে বসেছে। রাজনীতি, কূটনীতি, এমনকি নির্বাচনেও এই হস্তক্ষেপ স্পষ্ট। জনগণের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে দিতে বিদেশি শক্তির সঙ্গে দেশীয় দোসররা চক্রান্তে লিপ্ত।”

তিনি অভিযোগ করেন, সরকারের দেওয়া সময়সূচি অনুযায়ী নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করার অপপ্রয়াস চলছে। “নতুন নতুন তত্ত্ব, ইনক্লুসিভ নির্বাচন, রাজনৈতিক পুনর্গঠন ইত্যাদির আড়ালে আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে,” বলেন জামায়াতের এই নেতা।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও দেশে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনো দুঃশাসনের দোসররা সক্রিয় রয়েছে। এজন্য সত্যিকার অর্থে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।”

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে বিভেদ ভুলে কিছু মৌলিক প্রশ্নে এখনই ঐকমত্য গড়ে তুলতে হবে। অন্যথায় মুক্তি সম্ভব নয়।”

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: অভিযোগ জামায়াত সেক্রেটারির

আপডেট সময় ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বাংলাদেশে আগাম নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, অংশগ্রহণমূলক (ইনক্লুসিভ) নির্বাচনের নামে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রকল্প বাস্তবায়নে পরাশক্তি ও আঞ্চলিক প্রভাবশালী শক্তি সক্রিয় ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবার সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেঁয়ে বসেছে। রাজনীতি, কূটনীতি, এমনকি নির্বাচনেও এই হস্তক্ষেপ স্পষ্ট। জনগণের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে দিতে বিদেশি শক্তির সঙ্গে দেশীয় দোসররা চক্রান্তে লিপ্ত।”

তিনি অভিযোগ করেন, সরকারের দেওয়া সময়সূচি অনুযায়ী নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করার অপপ্রয়াস চলছে। “নতুন নতুন তত্ত্ব, ইনক্লুসিভ নির্বাচন, রাজনৈতিক পুনর্গঠন ইত্যাদির আড়ালে আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে,” বলেন জামায়াতের এই নেতা।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও দেশে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনো দুঃশাসনের দোসররা সক্রিয় রয়েছে। এজন্য সত্যিকার অর্থে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।”

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে বিভেদ ভুলে কিছু মৌলিক প্রশ্নে এখনই ঐকমত্য গড়ে তুলতে হবে। অন্যথায় মুক্তি সম্ভব নয়।”