ইসরাইলি সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবির পর ইয়েমেনের হুতি গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ‘গুণগত সামরিক অভিযান’ চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ কথা জানান।
এদিকে, লোহিত সাগরে সাম্প্রতিক হামলায় হুতিদের দায় নিয়ে সমুদ্র নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রিসের মালিকানাধীন, লাইবেরিয়ার পতাকাবাহী এটারনিটি সি নামের একটি বাণিজ্যিক জাহাজে গেল সোমবার হামলা চালায় হুতিরা, এতে কমপক্ষে চার নাবিক নিহত হন এবং জাহাজটি পরদিন ডুবে যায়।
ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানায়, ওই জাহাজটিতে মোট ২৫ জন আরোহী ছিলেন। হামলার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে অন্তত ছয়জন হুতিদের হেফাজতে রয়েছে।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে তাদের চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে আমাদের বাহিনী।”
এই হামলা ঘটে ম্যাজিক সিজ নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার একদিন পর। পর্যবেক্ষকরা বলছেন, একের পর এক হুতি হামলা লোহিত সাগরে বাণিজ্যিক নৌযান চলাচলের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতা বাড়ছে।
ইসরাইলে হুতিদের ব্যালিস্টিক হামলার প্রতিক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তেলআবিব। তবে ধারণা করা হচ্ছে, হামলাটি সাম্প্রতিক গাজা যুদ্ধ ও ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটেরই ধারাবাহিক প্রতিক্রিয়া।