ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার ডাক’ — নড়াইলে এনসিপির সভায় নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার জন্য, প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনের শহীদদের আমরা এখনও যথাযথ সম্মান দিতে পারিনি।”

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এনসিপির জেলা শাখার আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভায় গণতন্ত্র, সংবিধান পুনর্গঠন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা চেয়েছিলাম দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়বো। কিন্তু আস্থা রাখতে পারিনি। আজও অনেকে গণ-অভ্যুত্থানের সত্যতা অস্বীকার করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমাদের ছেলে-মেয়েরা যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়, এটা আমাদের লড়াইয়ের মূল কথা।”

তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটের নামে প্রহসন করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, সেনাবাহিনীর সামনেই ব্যালট বাক্স বদলানো হয়েছে। আর সেই নির্বাচন কমিশনারদের কী অবস্থা হয়েছে তা দেশের মানুষ দেখেছে। এখন আবার শোনা যাচ্ছে, আমাদের শাপলা প্রতীক বাতিল করা হতে পারে। এই নির্বাচন কমিশন যে রিমোট কন্ট্রোলে চলে, সেটা সবাই জানে।”

সভায় আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি।

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নড়াইল জেলা প্রধান সমন্বয়ক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় লিঙ্গের মানুষের সহযোগিতায় প্রাণ বাঁচলো মা-নবজাতকের

‘জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার ডাক’ — নড়াইলে এনসিপির সভায় নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার জন্য, প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনের শহীদদের আমরা এখনও যথাযথ সম্মান দিতে পারিনি।”

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এনসিপির জেলা শাখার আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভায় গণতন্ত্র, সংবিধান পুনর্গঠন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা চেয়েছিলাম দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়বো। কিন্তু আস্থা রাখতে পারিনি। আজও অনেকে গণ-অভ্যুত্থানের সত্যতা অস্বীকার করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমাদের ছেলে-মেয়েরা যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়, এটা আমাদের লড়াইয়ের মূল কথা।”

তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটের নামে প্রহসন করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, সেনাবাহিনীর সামনেই ব্যালট বাক্স বদলানো হয়েছে। আর সেই নির্বাচন কমিশনারদের কী অবস্থা হয়েছে তা দেশের মানুষ দেখেছে। এখন আবার শোনা যাচ্ছে, আমাদের শাপলা প্রতীক বাতিল করা হতে পারে। এই নির্বাচন কমিশন যে রিমোট কন্ট্রোলে চলে, সেটা সবাই জানে।”

সভায় আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি।

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নড়াইল জেলা প্রধান সমন্বয়ক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।