ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“আমাকে জিয়া স্যার সাইকেল উপহার দিয়েছিলেন”—রিনা খানের স্মৃতিচারণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান স্মরণ করলেন তার শৈশবের এক অবিস্মরণীয় মুহূর্ত—সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে উপহার পাওয়া একটি সাইকেল।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিনা খান বলেন, “আমি তখন স্কুলছাত্রী। ১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিক আয়োজিত সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। এরপর আমাদের বঙ্গভবনে ডাকা হয়। তখনই জিয়াউর রহমানের সঙ্গে দেখা।”

তিনি আরও বলেন, “জিয়া স্যার আমাকে আদর করে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি বললাম, আমার ভালো সাইকেল নেই। উনি বললেন, ‘ঠিক আছে, তোমাকে ভালো সাইকেল দেবো।’ পরে জাপান থেকে ছয়টি সাইকেল আনা হয়, সেখান থেকে একটা সাইকেল আমাকে উপহার দেন।”

সিনেমা ক্যারিয়ারে সাত শতাধিক ছবিতে অভিনয় করা রিনা খান মূলত খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলেও, বিভিন্ন চরিত্রে তার দক্ষ উপস্থিতিও প্রশংসিত হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। এমনকি তার ছেলের বিরুদ্ধেও মামলার অভিযোগ আনেন সরকারি দলের কিছু ব্যক্তি।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ ছবির মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। বর্তমানে ছোট পর্দায় অভিনয়ে নিয়মিত হলেও, স্মৃতিতে এখনো উজ্জ্বল সেই শৈশবের ‘জিয়া স্যারের দেওয়া সাইকেল’।

রিনা খান বলেন, “সেই উপহার আমার জীবনের এক বড় অর্জন। জিয়া স্যার শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ।”

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

“আমাকে জিয়া স্যার সাইকেল উপহার দিয়েছিলেন”—রিনা খানের স্মৃতিচারণ

আপডেট সময় ০৩:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান স্মরণ করলেন তার শৈশবের এক অবিস্মরণীয় মুহূর্ত—সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে উপহার পাওয়া একটি সাইকেল।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিনা খান বলেন, “আমি তখন স্কুলছাত্রী। ১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিক আয়োজিত সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। এরপর আমাদের বঙ্গভবনে ডাকা হয়। তখনই জিয়াউর রহমানের সঙ্গে দেখা।”

তিনি আরও বলেন, “জিয়া স্যার আমাকে আদর করে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি বললাম, আমার ভালো সাইকেল নেই। উনি বললেন, ‘ঠিক আছে, তোমাকে ভালো সাইকেল দেবো।’ পরে জাপান থেকে ছয়টি সাইকেল আনা হয়, সেখান থেকে একটা সাইকেল আমাকে উপহার দেন।”

সিনেমা ক্যারিয়ারে সাত শতাধিক ছবিতে অভিনয় করা রিনা খান মূলত খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত হলেও, বিভিন্ন চরিত্রে তার দক্ষ উপস্থিতিও প্রশংসিত হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। এমনকি তার ছেলের বিরুদ্ধেও মামলার অভিযোগ আনেন সরকারি দলের কিছু ব্যক্তি।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ ছবির মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। বর্তমানে ছোট পর্দায় অভিনয়ে নিয়মিত হলেও, স্মৃতিতে এখনো উজ্জ্বল সেই শৈশবের ‘জিয়া স্যারের দেওয়া সাইকেল’।

রিনা খান বলেন, “সেই উপহার আমার জীবনের এক বড় অর্জন। জিয়া স্যার শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ।”