ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় ইরাক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

ইরাক পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার তথ্য পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর শাখা শনিবার জানায়।

 

পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ইরাক সফরে গিয়ে ইরাকি বিমানবাহিনীর সদর দপ্তরে লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ ঘালিব মোহাম্মদ রাদি আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকরী সমন্বয় উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা হয়। এছাড়া সিধু ইরাকি বিমানবাহিনীকে প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরাকি বিমানবাহিনী প্রধান পাকিস্তানের পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে প্রশংসা করেন এবং পাকিস্তানের বিশ্বমানের প্রশিক্ষণ কর্মসূচি থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আইএসপিআর জানায়, তিনি বিশেষভাবে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান এবং সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানে আগ্রহ দেখিয়েছেন।

 

এদিকে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তান সফরকারী বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেছেন সিধু। সেখানে বাংলাদেশ জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তারা পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ ও আকাশ নজরদারি জোরদারের জন্য এয়ার ডিফেন্স রাডার সিস্টেম সংযুক্তির বিষয়ে সহায়তা চেয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় ইরাক

আপডেট সময় ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইরাক পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার তথ্য পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর শাখা শনিবার জানায়।

 

পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ইরাক সফরে গিয়ে ইরাকি বিমানবাহিনীর সদর দপ্তরে লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ ঘালিব মোহাম্মদ রাদি আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকরী সমন্বয় উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা হয়। এছাড়া সিধু ইরাকি বিমানবাহিনীকে প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরাকি বিমানবাহিনী প্রধান পাকিস্তানের পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে প্রশংসা করেন এবং পাকিস্তানের বিশ্বমানের প্রশিক্ষণ কর্মসূচি থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আইএসপিআর জানায়, তিনি বিশেষভাবে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান এবং সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানে আগ্রহ দেখিয়েছেন।

 

এদিকে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তান সফরকারী বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেছেন সিধু। সেখানে বাংলাদেশ জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান, সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তারা পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ ও আকাশ নজরদারি জোরদারের জন্য এয়ার ডিফেন্স রাডার সিস্টেম সংযুক্তির বিষয়ে সহায়তা চেয়েছে।