ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন: ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নির্মিত তোরণে বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। শহরের কলেজরোড এলাকায় রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এতে পুরো তোরণটি পুড়ে ছাই হয়ে যায়, এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।দলটির নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে তোরণটিতে আগুন দেন। এনসিপির নেতা আব্দুর রহমান গাফ্ফারী বলেন—

“মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’’

এ সময় দায়িত্বে থাকা নাইটগার্ড বাধা দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন—

“ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তোরণ পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি পুলিশের কাছে জানিয়েছি।’’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও কর্মসূচি ঘিরে শহরজুড়ে আলোকসজ্জাসহ নানা প্রস্তুতি চলছিল। এর আগেই তোরণ পোড়ানোর ঘটনাকে দলটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে। তারা বলছে, সরকারবিরোধী কর্মসূচি দমন করতেই ছাত্রলীগ ও প্রশাসনের একটি অংশ একত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ না এলে দায় সরকারের: সালাহউদ্দিন আহমদ

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন: ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৩:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নির্মিত তোরণে বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। শহরের কলেজরোড এলাকায় রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এতে পুরো তোরণটি পুড়ে ছাই হয়ে যায়, এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।দলটির নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে তোরণটিতে আগুন দেন। এনসিপির নেতা আব্দুর রহমান গাফ্ফারী বলেন—

“মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’’

এ সময় দায়িত্বে থাকা নাইটগার্ড বাধা দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন—

“ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তোরণ পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি পুলিশের কাছে জানিয়েছি।’’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও কর্মসূচি ঘিরে শহরজুড়ে আলোকসজ্জাসহ নানা প্রস্তুতি চলছিল। এর আগেই তোরণ পোড়ানোর ঘটনাকে দলটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে। তারা বলছে, সরকারবিরোধী কর্মসূচি দমন করতেই ছাত্রলীগ ও প্রশাসনের একটি অংশ একত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।