ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু ঘটেছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। বিমানে থাকা একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উদ্ধারকাজে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক দল অংশ নিয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
এদিকে, দেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি এক্সে লিখেছেন—
“হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।”