ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ফাহমিদুল

এবার ফাহমিদুল ইসলামকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও। এছাড়া ৪ তারিখের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমিদুলের ক্লাব। আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভ কামনাও জানায় ওলবিয়া কালাসিও।

হামজা-সমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক প্রবাসি তারকা। তবে ফাহমিদুল ইসলামের লাল-সবুজ দলের সঙ্গে জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি।  আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলে প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিত।

এর আগে, আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন। বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই আবারও এই তরুণ ফুটবলারকে ডেকেছেন।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সব কিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে উঠতে গিয়ে ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন উদ্ধার

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ফাহমিদুল

আপডেট সময় ০৯:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

এবার ফাহমিদুল ইসলামকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও। এছাড়া ৪ তারিখের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমিদুলের ক্লাব। আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভ কামনাও জানায় ওলবিয়া কালাসিও।

হামজা-সমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক প্রবাসি তারকা। তবে ফাহমিদুল ইসলামের লাল-সবুজ দলের সঙ্গে জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি।  আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলে প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিত।

এর আগে, আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন। বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই আবারও এই তরুণ ফুটবলারকে ডেকেছেন।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সব কিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।