রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সুমন নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার ১ নম্বর গেইটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনকে একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহত সুমনের বিস্তারিত পরিচয় ও হত্যার পেছনের কারণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, প্রাথমিক তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।