ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ জিতলেন চট্টগ্রামের মীম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজে ভর্তির জন্য পাওয়া এই স্কলারশিপটি ফুল-রাইড অর্থাৎ সম্পূর্ণ অর্থায়ন সাপেক্ষে দেওয়া হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হন। এবার সেই চারজনের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের হলেও, একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি মীম। ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে আসা মীমের এই অর্জন তার নিজের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠারই ফসল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এ উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) বিকেলে সরফভাটা বড়বাড়ির পক্ষ থেকে মীমকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বড়বাড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আরিফুল হাসান চৌধুরী মুরাদ, মঞ্জুর হাসান চৌধুরী, খালেদ হোসেন চৌধুরী রাসেল, নাজিম উদ্দীন চৌধুরী সুজা, করিম চৌধুরী, মো. রাহাত, মো. শিফু ও সোহেল রানা।

সংবর্ধনায় বক্তারা বলেন, “মীম আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য শুধু বড়বাড়ির নয়, পুরো রাঙ্গুনিয়া এবং বাংলাদেশের জন্য সম্মানের।”
তারা আরও বলেন, মীমের মতো আরও শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া দরকার।

জনপ্রিয় সংবাদ

আমরা ফাঁসির মুখেও দেশ ছাড়িনি

যুক্তরাষ্ট্রে ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ জিতলেন চট্টগ্রামের মীম

আপডেট সময় ১০:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজে ভর্তির জন্য পাওয়া এই স্কলারশিপটি ফুল-রাইড অর্থাৎ সম্পূর্ণ অর্থায়ন সাপেক্ষে দেওয়া হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হন। এবার সেই চারজনের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের হলেও, একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি মীম। ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে আসা মীমের এই অর্জন তার নিজের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠারই ফসল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এ উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) বিকেলে সরফভাটা বড়বাড়ির পক্ষ থেকে মীমকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বড়বাড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আরিফুল হাসান চৌধুরী মুরাদ, মঞ্জুর হাসান চৌধুরী, খালেদ হোসেন চৌধুরী রাসেল, নাজিম উদ্দীন চৌধুরী সুজা, করিম চৌধুরী, মো. রাহাত, মো. শিফু ও সোহেল রানা।

সংবর্ধনায় বক্তারা বলেন, “মীম আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য শুধু বড়বাড়ির নয়, পুরো রাঙ্গুনিয়া এবং বাংলাদেশের জন্য সম্মানের।”
তারা আরও বলেন, মীমের মতো আরও শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া দরকার।