ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সর্ব মিত্র চাকমা, বললেন— “হাজার কণ্ঠের এক কণ্ঠ হতে চাই”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে সংগঠনটির বাইরের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা।

সোমবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য তুলে ধরেন। সর্ব মিত্র লেখেন, ডাকসু-২৫ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তার ভাষ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীরা নানামুখী সংকটে ভুগছে। শিক্ষার পরিবেশের অভাব, মানসম্মত খাবারের সংকট, আবাসন সমস্যা, গবেষণা সুবিধার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্য বিমার নামে প্রহসনের কারণে শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, এত প্রতিকূলতার মাঝেও শিক্ষার্থীদের মধ্যে এক বিশেষ লুকায়িত শক্তি রয়েছে, যা যে কোনো সময় রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে সক্ষম— যার বড় উদাহরণ হলো জুলাই গণঅভ্যুত্থান।

সর্ব মিত্র লিখেছেন, “আমি সমাজে প্রচলিত তথাকথিত নেতা হয়ে সুপেরিয়রিটি দেখাতে চাই না। বরং আপনাদের প্রতিনিধি হয়ে হাজার কণ্ঠের এক কণ্ঠ হতে চাই।” তিনি জানান, শিক্ষার্থীর মৌলিক অধিকার, নারী অধিকার, আদিবাসী-সংখ্যালঘু অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন এবং আমৃত্যু অন্যায়-অবিচার-অনিয়ম-দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন।

পোস্টের শেষে সর্ব মিত্র চাকমা সবার সহযোগিতা, সমর্থন ও পরামর্শ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সর্ব মিত্র চাকমা, বললেন— “হাজার কণ্ঠের এক কণ্ঠ হতে চাই”

আপডেট সময় ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে সংগঠনটির বাইরের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা।

সোমবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বক্তব্য তুলে ধরেন। সর্ব মিত্র লেখেন, ডাকসু-২৫ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তার ভাষ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীরা নানামুখী সংকটে ভুগছে। শিক্ষার পরিবেশের অভাব, মানসম্মত খাবারের সংকট, আবাসন সমস্যা, গবেষণা সুবিধার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্য বিমার নামে প্রহসনের কারণে শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, এত প্রতিকূলতার মাঝেও শিক্ষার্থীদের মধ্যে এক বিশেষ লুকায়িত শক্তি রয়েছে, যা যে কোনো সময় রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে সক্ষম— যার বড় উদাহরণ হলো জুলাই গণঅভ্যুত্থান।

সর্ব মিত্র লিখেছেন, “আমি সমাজে প্রচলিত তথাকথিত নেতা হয়ে সুপেরিয়রিটি দেখাতে চাই না। বরং আপনাদের প্রতিনিধি হয়ে হাজার কণ্ঠের এক কণ্ঠ হতে চাই।” তিনি জানান, শিক্ষার্থীর মৌলিক অধিকার, নারী অধিকার, আদিবাসী-সংখ্যালঘু অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন এবং আমৃত্যু অন্যায়-অবিচার-অনিয়ম-দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন।

পোস্টের শেষে সর্ব মিত্র চাকমা সবার সহযোগিতা, সমর্থন ও পরামর্শ কামনা করেছেন।