নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করে পোস্ট দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ সিদ্ধান্তের মুখে পড়তে হয়।
রবিবার (১৭ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ইসহাক আহমেদ। এতে তিনি লিখেন, “জন্ম অথবা মৃত্যুর কোনো বিশেষত্ব নেই, মুখ্য হলো মানুষের হৃদয় জয় করা…। শুভ জন্মদিন দেশমাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা…”। বিষয়টি নজরে এলে ১৭ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে জবাব না দিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। পরে সেদিনই তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, “দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন পোস্ট করা আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। শোকজের জবাব না দিয়ে উল্টো ঔদ্ধত্য দেখিয়েছে। তাই সংগঠন তাকে বহিষ্কার করেছে।”
তবে ইসহাক আহমেদ ফেসবুকে লিখেছেন, তার ব্যক্তিদর্শন, মুক্তচিন্তা, অহিংসা ও ভিন্নমতের চর্চাকে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে ধরা হয়, তবে তিনি সব পদ-পদবি থেকে সরে দাঁড়ালেন।