ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জালেম শাসনের অবসান, আলেম-জনতার শক্ত ভূমিকার আহ্বান সেমিনারে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) কাউন্সিল হলে উলামা-জনতা ঐক্য ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আলেম-ওলামারা চরম নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। কোথাও তারা স্বাধীনভাবে চলাফেরা কিংবা কোরআন-হাদিসের আলোচনা করতে পারতেন না। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে বলেও মন্তব্য করেন তারা।

‘অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জ ও উলামা-জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ।

বক্তারা বলেন, আগামী দিনে আর কোনো জালেম শাসক যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আলেম-ওলামা ও সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে। তারা ঘোষণা দেন—“জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ।” বিদেশি দালালদের আর কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা আরো বলেন, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যেন কেউ আগামী দিনে সরকার গঠন করতে না পারে, সেজন্য শক্ত ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট আলেম মুফতি কাজি মোহাম্মদ ইবরাহীম, মুফতি জসীমউদ্দিন রহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম হুমায়ুন কবির, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক, কর্নেল (অব.) শামসুজ্জামানসহ আরও অনেকে।

এছাড়াও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাবিদ, সাংবাদিক, প্রকাশক ও ছাত্রনেতারা আলোচনায় অংশ নেন। বক্তারা অভিন্ন কণ্ঠে বলেন, আলেম-ওলামা ও সাধারণ জনগণের ঐক্যই দেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি।

জনপ্রিয় সংবাদ

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন: নতুন ডিজাইন ও অভিজ্ঞতা

জালেম শাসনের অবসান, আলেম-জনতার শক্ত ভূমিকার আহ্বান সেমিনারে

আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) কাউন্সিল হলে উলামা-জনতা ঐক্য ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আলেম-ওলামারা চরম নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। কোথাও তারা স্বাধীনভাবে চলাফেরা কিংবা কোরআন-হাদিসের আলোচনা করতে পারতেন না। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে বলেও মন্তব্য করেন তারা।

‘অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জ ও উলামা-জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ।

বক্তারা বলেন, আগামী দিনে আর কোনো জালেম শাসক যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আলেম-ওলামা ও সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে। তারা ঘোষণা দেন—“জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ।” বিদেশি দালালদের আর কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা আরো বলেন, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যেন কেউ আগামী দিনে সরকার গঠন করতে না পারে, সেজন্য শক্ত ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বক্তব্য দেন বিশিষ্ট আলেম মুফতি কাজি মোহাম্মদ ইবরাহীম, মুফতি জসীমউদ্দিন রহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম হুমায়ুন কবির, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক, কর্নেল (অব.) শামসুজ্জামানসহ আরও অনেকে।

এছাড়াও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাবিদ, সাংবাদিক, প্রকাশক ও ছাত্রনেতারা আলোচনায় অংশ নেন। বক্তারা অভিন্ন কণ্ঠে বলেন, আলেম-ওলামা ও সাধারণ জনগণের ঐক্যই দেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি।