এবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়েছে। পালানোর পূর্বে ‘টু ইজি লল’ লিখে গিয়েছে পলাতক আসামিরা, যার অর্থ ‘খুব সহজ’। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এ ঘটনা ঘটে।
স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছেন। পলাতকদের মধ্যে সাতজন এখনো পলাতক রয়েছে।
কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন। কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে। তারপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে।
এদিকে দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন কারা কর্মকর্তারা। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে পালাতে সক্ষম হয় বন্দিরা।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























