ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে অস্ত্র কারখানা তৈরির দাবি ইরানি প্রতিরক্ষামন্ত্রীর — প্রকাশ নয় দেশের নাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ইরান পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা স্থাপন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা নির্মিত হয়েছে, সে তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, ইরান সবসময় মিসাইল উন্নয়নকে (মিসাইল ডেভেলপমেন্ট) অগ্রাধিকার দিয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার কারণে এ প্রাধান্যে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন।

নাসিরজাদেহ বলেন, যেসব দেশে ইরান অস্ত্র কারখানা নির্মাণ করেছে, সেগুলোর নাম নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় এবং টানা ১৩ দিন স্থায়ী হয় দুই দেশের যুদ্ধ। এ যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা এখনও বিদ্যমান। দুই পক্ষের মধ্যেই চলছে হুমকি-ধমকির পাল্টাপাল্টি ভাষ্য।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে চাপে রাখতে ইরান দীর্ঘদিন ধরে লেবাননে হিজবুল্লাহ, গাজার হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে। এসব দেশেই ইরানের গোপন অস্ত্র কারখানা রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল।

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র থেকে রাজনীতির ময়দান, বিজেপির বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা বিজয়ের

বিদেশে অস্ত্র কারখানা তৈরির দাবি ইরানি প্রতিরক্ষামন্ত্রীর — প্রকাশ নয় দেশের নাম

আপডেট সময় ০৮:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ইরান পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা স্থাপন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা নির্মিত হয়েছে, সে তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, ইরান সবসময় মিসাইল উন্নয়নকে (মিসাইল ডেভেলপমেন্ট) অগ্রাধিকার দিয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার কারণে এ প্রাধান্যে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন।

নাসিরজাদেহ বলেন, যেসব দেশে ইরান অস্ত্র কারখানা নির্মাণ করেছে, সেগুলোর নাম নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় এবং টানা ১৩ দিন স্থায়ী হয় দুই দেশের যুদ্ধ। এ যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা এখনও বিদ্যমান। দুই পক্ষের মধ্যেই চলছে হুমকি-ধমকির পাল্টাপাল্টি ভাষ্য।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে চাপে রাখতে ইরান দীর্ঘদিন ধরে লেবাননে হিজবুল্লাহ, গাজার হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে। এসব দেশেই ইরানের গোপন অস্ত্র কারখানা রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল।