ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপি সম্মেলন: খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি বুলুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ পাক হানাদার বাহিনী খালেদা জিয়াকে আটক করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাকে বন্দি করে রাখা হয়।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ বক্তব্য দেন বুলু।

তিনি বলেন, “নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়াতে চাইছে। উপমহাদেশে এ ধরনের কৌশলের নজির নেই। যারা ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এটি বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এতদিন দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়েছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। বিএনপি একপাশে দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তি ও বিদেশি প্রভুদের দালালরা।”

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

কুমিল্লায় বিএনপি সম্মেলন: খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি বুলুর

আপডেট সময় ০৭:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ পাক হানাদার বাহিনী খালেদা জিয়াকে আটক করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাকে বন্দি করে রাখা হয়।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ বক্তব্য দেন বুলু।

তিনি বলেন, “নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়াতে চাইছে। উপমহাদেশে এ ধরনের কৌশলের নজির নেই। যারা ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এটি বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এতদিন দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়েছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। বিএনপি একপাশে দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তি ও বিদেশি প্রভুদের দালালরা।”

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।