এবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)-এর প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, গাজা উপত্যকার পরিবারগুলোর ‘অকল্পনীয়’ ধ্বংসযজ্ঞের মুখোমুখি। সংস্থাটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গাজার ৯২% বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, অগণিত মানুষ বারবার বাস্তুচ্যুত হয়েছে, আশ্রয়ের অভাব তীব্র ধীরে ধীরে তীব্র রূপ ধারণ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়।
তবে ইসরায়েলি হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না। এজন্য পদক্ষেপ নেবে, যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়।গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেয়ার এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























