আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন খানসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
আবু সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা রাজনৈতিক আজাদী পেলেও সাংস্কৃতিক আজাদী পাইনি। পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে, ইসলামিক সিম্বলগুলোকে হিউমিলিয়েট করছে। আমরা বিজয়ী হলে ইসলামিক সিম্বলগুলোকে সমাজে স্বাভাবিক রূপ দেব এবং কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করব।”
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কালচারাল সেন্টারের হাবে রূপান্তর করা হবে, যেখানে হিন্দু, বৌদ্ধ, চাকমা-মারমা সম্প্রদায়সহ সবাই মুক্তভাবে ধর্মচর্চা করতে পারবে।
শিক্ষার্থীদের সমস্যা প্রসঙ্গে সাদিক বলেন, কলাভবনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ক্লাসরুম সংকট, পুরোনো লিফট, নারী স্টাফের অভাবসহ একাধিক সমস্যা চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত হলে এসব সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ শিক্ষার্থীদের হতাশ করছে। তিনি প্রশাসনের কাছে স্বচ্ছ আচরণের আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, নিয়ম মেনে পোস্টার লাগানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ নিয়ম বদল করায় সমস্যার সৃষ্টি হয়েছে।
এছাড়া নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, অনেক ছাত্রসংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল।