রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
সকালে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তাদের আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় এজলাসে তোলা হয়। একপর্যায়ে পুলিশ তাদের জ্যাকেট খুলে দেয়।
এ সময় লতিফ সিদ্দিকী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলেও তিনি হাস্যোজ্জ্বল ছিলেন এবং পানি পান করতে দেখা যায়। তবে তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তার বক্তব্য, যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইবেন? তাই তিনি কোনো আইনজীবীর মাধ্যমে জামিন আবেদনও করেননি।
অন্য আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত গোলটেবিল আলোচনায় লতিফ সিদ্দিকী দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। এতে উপস্থিত ব্যক্তিরা আওয়াজ তোলে এবং সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর গোলটেবিলে বিশৃঙ্খলার ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের নাম-ঠিকানা যাচাই ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
পরে শুনানি শেষে আদালত লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।