ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।

শনিবার (৩০ আগস্ট) এক ব্রিফিংয়ে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ বোর্ড তার চিকিৎসা নিয়ে বৈঠকে বসবে। তবে বোর্ডে কারা রয়েছেন, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। এ ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ অভিযোগ করে বলেন, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা হামলা চালায়। তিনি দাবি করেন, এই হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করতে হবে।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না

আপডেট সময় ০১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।

শনিবার (৩০ আগস্ট) এক ব্রিফিংয়ে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ বোর্ড তার চিকিৎসা নিয়ে বৈঠকে বসবে। তবে বোর্ডে কারা রয়েছেন, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। এ ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ অভিযোগ করে বলেন, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা হামলা চালায়। তিনি দাবি করেন, এই হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করতে হবে।