গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেছে জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্স।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসার সামনে সংগঠনটির প্রায় অর্ধশত কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান, স্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তোলেন।
পূর্বঘোষিত এ কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এর আগে শুক্রবার রাজধানীতে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ধারাবাহিকভাবে নিন্দা জানাচ্ছে।