ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নূরের ওপর হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’ আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নূর এখনো আশঙ্কামুক্ত নন এবং অন্তত ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এ হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

নূরের ওপর হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

আপডেট সময় ০৮:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’ আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নূর এখনো আশঙ্কামুক্ত নন এবং অন্তত ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এ হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।