ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মারধরের ঘটনায় জাতীয় পার্টিকে ‘বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ’ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, “ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট জাতীয় পার্টিকেও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাই। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।”

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি বাস্তবায়ন হয়নি। পুলিশের কোনো দৃশ্যমান সংস্কার না হওয়ায় সমালোচনা করে তারা বলেন, “পুলিশ এখনও আগের মতো ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ইউনূস সরকারের জন্য চরম লজ্জার।”

হেফাজতের নেতারা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মারধরের ঘটনায় জাতীয় পার্টিকে ‘বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ’ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, “ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট জাতীয় পার্টিকেও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাই। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।”

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি বাস্তবায়ন হয়নি। পুলিশের কোনো দৃশ্যমান সংস্কার না হওয়ায় সমালোচনা করে তারা বলেন, “পুলিশ এখনও আগের মতো ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ইউনূস সরকারের জন্য চরম লজ্জার।”

হেফাজতের নেতারা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।