ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটটি দায়ের করা হয়।
রিটে উল্লেখ করা হয়েছে, ফরহাদের প্রার্থিতা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক এবং তা গ্রহণযোগ্য নয়। আদালত রিটটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
বিস্তারিত আসছে…