ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হকের খোঁজ নিলেন খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ জন্য তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতাল কর্তৃপক্ষকেও নুরুল হকের যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন নুরুল হকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনার ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনা ও পুলিশ সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং অন্তত ৩৬ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের খোঁজ নিলেন খালেদা জিয়া

আপডেট সময় ১২:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ জন্য তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতাল কর্তৃপক্ষকেও নুরুল হকের যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন নুরুল হকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনার ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনা ও পুলিশ সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং অন্তত ৩৬ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।