ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবি সংঘর্ষ: শিক্ষার্থীদের পিটুনি ও ছাদ থেকে ফেলার ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের লাঠি, রামদা ও ইটপাটকেল দিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গেছে।

রোববার দুপুরে সংঘর্ষের সময় ধারণ করা এসব ভিডিওতে দেখা যায়, ধানখেতে এক শিক্ষার্থীকে কয়েকজন স্থানীয় এলোপাতাড়ি মারধর করছেন। কারও হাতে লাঠি, কারও হাতে ধারালো অস্ত্র। প্রাণ বাঁচাতে শিক্ষার্থী কাকুতি-মিনতি করলেও শেষ পর্যন্ত দৌড়ে সরে যান। অন্য এক ভিডিওতে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীকে একতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়, এরপরও তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এ ছাড়া অন্তত আরও কয়েকটি ভিডিওতে স্থানীয়দের হাতে অস্ত্র ও শিক্ষার্থীদের পাল্টা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। কারও পরিচয় ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাটহাজারী থানার ওসি আবু কাওছার মোহাম্মদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা বিএনপি নেতাদের, প্রতিবাদে করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

চবি সংঘর্ষ: শিক্ষার্থীদের পিটুনি ও ছাদ থেকে ফেলার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের লাঠি, রামদা ও ইটপাটকেল দিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গেছে।

রোববার দুপুরে সংঘর্ষের সময় ধারণ করা এসব ভিডিওতে দেখা যায়, ধানখেতে এক শিক্ষার্থীকে কয়েকজন স্থানীয় এলোপাতাড়ি মারধর করছেন। কারও হাতে লাঠি, কারও হাতে ধারালো অস্ত্র। প্রাণ বাঁচাতে শিক্ষার্থী কাকুতি-মিনতি করলেও শেষ পর্যন্ত দৌড়ে সরে যান। অন্য এক ভিডিওতে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীকে একতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়, এরপরও তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এ ছাড়া অন্তত আরও কয়েকটি ভিডিওতে স্থানীয়দের হাতে অস্ত্র ও শিক্ষার্থীদের পাল্টা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। কারও পরিচয় ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাটহাজারী থানার ওসি আবু কাওছার মোহাম্মদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।